প্রতীকী ছবি।

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাস থেকে নামতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের। শনিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে শাহ আমানত সংযোগ সড়কের সিলবার প্লেস ক্লাবের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. দুলাল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ আনোয়ারা উপজেলার বোয়ালিয়ার বকর আলী মাঝি বাড়ির মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, বাকলিয়ার ব্লুমিং পার্ক থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে যাওয়ার পথে চলন্ত বাস থেকে নামার সময় ছিটকে রাস্তায় পড়ে যায় দুলাল আহমেদ। এ সময় বাসের পিছনের চাকায় তার মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়।

বাকলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস জব্দ করা গেলেও ড্রাইবার পলাতক রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।