নগরীর ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ায় সাবেক যুবলীগ ও বর্তমান আওয়ামীলিগ নেতা অসুস্থ ইকবাল হোসেনের খোঁজ খবর নিতে ৬ আগস্ট সন্ধ্যায় তার বাসভবনে গেলেন সাবেক উপ- সমবায় সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা ও মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন চৌধুরী।

এ সময় তিনি অসুস্থ ইকবাল হোসেনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে বলেন,দলের দুর্দিনে, আন্দোলন সংগ্রামে যে সকল ত্যাগী নেতারা রাজপথে ছিল তাদের সুখে-দু:খে সব সময় আমি পাশে আছি এবং থাকবো। আমাদের রাজনীতি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশ ও সমাজের উন্নয়নে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। তিনি অসুস্থ ইকবাল হোসেনকে ব্যাক্তিগত পক্ষ থেকে সহযোগীতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, এম আর ইয়াসিন, অসীম বনিক, আসাদুজ্জামান রুবেল, জাহাঙ্গীর আলম, তৌহিদ মোঃ তৈয়ব, সজীব বিশ্বাস, রাজীব চৌধুরী ইমন, জাহাঙ্গীর আব্দুল্লাহ প্রমুখভ