পতেঙ্গা থানাধীন ছড়িহালদা মোড় সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বাঁশখালী কমিটির সভাপতি আজগর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, অলিয়ার রহমান, মো.পান্না মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন চট্টগ্রামের জেলার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের মধ্যে পতেঙ্গা থানার সভাপতি মো. জাশেদ, বাঁশখালী কমিটির সাংগঠিক সম্পাদক মো. আলী হোসেন,দপ্তর সম্পাদক মো. মামুন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জাহাজী শ্রমিকদের নূন্যতম মজুরী বিশ হাজার টাকা,মৃত্যুকালীন ক্ষতিপূরণ ১২ লাখ টাকা,নৌ পথে চাঁদাবাজি,ডাকাতি,শ্রমিক হয়রানীবন্ধ সহ ১১ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে পতেঙ্গা থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে একটি সিন্ডিকেট নৌ-শ্রমিকদের হয়রানী,চাঁদাবাজি,মারধর করে শ্রমিকদের জাহাজ থেকে নামিয়ে দেয়ার অভিযোগ শোনা যাচ্ছে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নৌ-পথকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।