
নগরের কোতোয়ালী থানাধীন কোর্ট হিল আসফী রঙ্গম টাওয়ারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে ভার্চ্যুয়ালি নবনির্মিত অফিসের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
এ সময় তিনি বলেন, বাজুসে যারা আছি, আমরা সবাই একটি পরিবার। আমরা সবাই মিলেমিশে এ শিল্পকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের এই অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এসময় তিনি বাজুসের অগ্রযাত্রার ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
বাজুস চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মৃণাল কান্তি ধর বলেন, জুয়েলার্স ব্যবসায়ী সমাজসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা নিয়ে বাজুস চট্টগ্রাম শাখাকে তার ঐতিহ্যগত সুনাম ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা কোন সময় হয়রাণির শিকার হয়নি প্রশাসনের কোন বিভাগ থেকেই।
বাজুস চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন,দেশের জুয়েলারি শিল্পের ব্যাপক উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। বহিবিশ্বে এ শিল্পকে বিকাশিত করতে পারলেই অর্থনৈতিক ভাবে বাংলাদেশ আরো উন্নয়ন ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি সুধীর রঞ্জন বণিক, সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট অমল কৃষ্ণ ধর, সহ সম্পাদক কাজল বণিক, প্রদীপ গুহ, অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে, মো. শাহজাহান সিদ্দিকী, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ ধর, কার্যকরী সদস্য মীননাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণি বণিক, মিন্টু ধর, শম্ভু ধর, রাজীব ধর তমাল, বরুণ হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, নুরুল আবছার চৌধুরী, রুপন কান্তি ধর, শান্তুনু বণিক ও দিলীপ কুমার বণিক প্রমুখ।
এএস