বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ১ অক্টোবর সকাল ১১ টায় রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক দিলীপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে এবং বাজুস চট্টগ্রাম জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খান। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়,সদস্য তানভীর রহমান, আলহাজ্ব মো.মজিবর রহমান খান, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান পবিত্র চন্দ্র ঘোষ,ইমরান চৌধুরী, নারায়ন চন্দ্র দে। বাজুস চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির মো.লিটন হাওলাদার, বাবুল দত্ত, আনিসুর রহমান লাবু,মো.এনামুল হক শাহ্ মুকুল, মিজানুর রহমান মানিক।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুসংগঠিত করে স্বর্ণ ব্যবসায়িদের নানা সমস্যা সমাধানে আমরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যাবো।