মানবতার সেবায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল ১৫ আগস্ট সাতকানিয়া, চন্দনাইশ উপজেলা বন্যা কবলিত এলাকাযর বিভিন্ন স্থানে প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, মহানগর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল দে ,সহ সভাপতি তিমির চৌধুরী,
জেলার সাধারণ সম্পাদক বলভদ্র অনূগা দাস বাচ্চু, নগর সাধারণ সম্পাদক রতন দাশ সজল, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক সুমন দে, সীতাকুণ্ড উপজেলার সমন্বয়কারী জিকু কর্মকার, মহানগর ছাত্র মহাজোটের বিশাল দাশ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে প্রথম ধাপে চন্দনাইশ উপজেলা সুচিয়া ,বরমা ,বাতাজুড়ি এবং সাতকানিয়া উপজেলার মধ্যে পশ্চিম নলুয়া ,মধ্যম নলুয়া, পুর্ব নলুয়া, ঢেমশা, মাহালিয়া, কেওচিয়া প্রায় তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয় ।
এতে সার্বিক সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলার সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক রাজিব আচার্য, পটিয়া উপজেলার সহ সভাপতি লায়ন শংকর দাশ ,সাতকানিয়া উপজেলার প্রবীর ধর, জয় দাশ ,সুজন দাশ, বিপ্লব দাশ প্রমুখ।