চট্টগ্রামের বাঁশখালীতে শামসুল ইসলাম ওরফে ডাকাত শামসু (৫০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈলছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসু উপজেলার বৈলছড়ি এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ করে মারধরের মামলায় ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তার শামসুকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।