বর্ণাঢ্য আয়োজনে পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার তৃতীয় মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত। সমাজে অবহেলিত পিছিয়ে থাকা গরীব অসহায় মানুষ ও তাদের পরিবারদের স্বনির্ভর করার প্রয়াসে যাকাত ফান্ডের মাধ্যমে প্রাপ্ত যাকাত দিয়ে সংগঠনের নতুন কর্মসূচি(১১তম প্রকল্প) ” স্বনির্ভর কর্মসূচি ” গত ১৯ নভেম্বর সংগঠনের উপদেষ্টা, দাতা সদস্য, সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণরে মাধ্যমে সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনুর বেগম, উপদেষ্টা হাজী মো. শাহজাহান, মোজাহারুল ইসলাম, আবুধাবি উইং উপদেষ্টা নাছির আলম, দাতা সদস্য মো. মোজাহের আলম,আবু জাফর এবং চট্রগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি এম,এ,হেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক গিয়াস আল মামুন,সহ অর্থ সম্পাদক বেলাল হোসেন,সদস্য মো.ইউসুফ,দেলোয়ার হোসেন,মো. সোলাইমান প্রমুখ।
স্বনির্ভর কর্মসূচি”র মাধ্যমে ৩ জনকে ভ্যানগাড়ি,৪ জনকে সেলাই মেশিন,বাকিদের ব্যবসার জন্য নগদ টাকা প্রদান করা হয়। আগামীতেও সংগঠনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।