পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির ও সুরক্ষা সামগ্রী দেখে ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ টায় ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগে বন্দর থানাধীন বন্দর নতুন মার্কেটের সামনের পোর্ট কানেকন্টিং রোডে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা হয় ইফতার, মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী। সেখানে বড় করে লিখা আছে “আপনার ইফতার গ্রহন করে আমাদেরকে বাধিত করুন । ছবি তোলার বালাই না থাকায় পথচারী ও সুবিধাবন্চিত মানুষ কোন সংকোচ ছাড়াই এই সুবিধা গ্রহন করেন।
এব্যাপারে আয়োজক কমিটির প্রধান ব্যাবস্থাপক, বাংলাদেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু নাছের জুয়েল বলেন, করোনা কালীন পুরো সময়টা আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, মানুষের সাথে থেকে মানবিক কাজ করেছি। কাজ করতে গিয়ে আমরা উপলদ্ধী করেছি মানুষকে সহযোগিতা করে তার ছবি তুলতে গিয়ে মানুষ বিব্রতবোধ করে। তাই পবিত্র রমজান মাসে সহযোগিতার গোপনীয়তা রক্ষার জন্য আমরা এই টেবিল সাজিয়ে রাখি। যার প্রয়োজন তিনি আমাদের এই সেবা গ্রহন করছেন, যা আমাদেরকে অনুপ্রানিত করেছে এবং মানুষের সংকোচবোদ কাটিয়ে মানুষের আরো আপন হবার সুযোগ দিয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম আরো চলমান থাকবে।
সামাজিক সংগঠন “ইয়াং বয়েজের “সার্বিক সহযোগিতায় পুরো কার্যক্রম পরিচালনা করেন, যুবনেতা মোঃসোহেল, আনিসুর রহমান শরিফ,আব্দুস সালাম, মাসুদ শরীফ, মোঃ মুন্না, মোঃ হারুন, মোঃ মোবারক, মোঃ বাহার ছাত্রনেতা ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, মেহেদী হাসান, ইমাম হোসেন প্রান্ত, আল আমিন রায়হান, রাজা শাহ, মোঃ মিনহাজ, মোঃ বাবলু, মোঃ আরিফ, মোঃ হৃদয়, মোঃ ইমন, মোঃ মনির, আউয়াল খান, মোঃ রাহাত, মোঃ হৃদয়, নাসিমুর রাফি, মোঃ আরমান, জুয়েল সহ প্রমূখ।