
রোগীর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য” এই শ্লোগান নিয়ে দক্ষিণ হালিশহরের মত জনবহুল এলাকার ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলায় গত ১৩ জানুয়ারি বিকেল ৩ টায় ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডাঃ হোসেন আহম্মদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ।
বিশেষ অতিথি ছিলেন, বিএমএ এর সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান,বিএমএ এর সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ ফয়সল ইকবাল চৌধুরী,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড মেম্বার জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর শাহনুর বেগম প্রমুখ।
ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে বক্তারা বলেন, বন্দর- পতেঙ্গাবাসীর চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উক্ত হাসপাতালটি।বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার, সব ধরণের ল্যাব টেস্ট, সব ধরণের অপারেশন ,হাসপাতালে রোগী ভর্তিসহ ২৪ ঘন্টা অ্যাম্বুল্যান্স সুবিধা থাকবে।