একদিকে করোনার পরিস্থিতি অন্যদিকে পবিত্র ঈদুল আজহা।সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষেরা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় বিষয় টি খেয়াল রেখে ২২ জুলাই সকাল ১০টায় নগরের নিম তলা বিশ্ব রোড মোড়ে ও ১২টায় হালিশহর বড়পোল মোড়ে ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্য চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৬০০ শতাধিক সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ওয়াহিদ মুরাদ রাসেল,ইমতিয়াজ বাবলা,নেচার বিন ফয়সাল,বেলাল উদ্দীন, জিয়া উদ্দীন, মোঃদিদার,ওমর ফারুক,নেজাম উদ্দীন, মাসুদুল আলম জিকু,মোঃ ইসমাঈল, মনিরুল হক মনির, জয় বাদশা,রাজু,রতন,আজাদ,আকবর,আমিন,শাহাজাহান বাপ্পী, রবিউল হোসেন তানিম,আলী নুর রুবেল,ফরিদ,ইউসুফ জনি, শাহনেওয়াজ শাকিল,আবিদ হাসান,সবুজ,হ্রদয়, আকাশ, কিরন,নিহাল,ইকবাল মামুন, আলতাফ, আসিফ,এম এ মান্নাব শিকদার, নাজমুলহক নোমান,আউয়াল খান শাহীন প্রমুখ।

রান্না করা খাবার বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় করোনার মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে জাতির চরম দুঃসময়ে জনগনের দুঃখ কষ্ট লাঘবে যুবলীগ দিন রাত কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যুবলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে সবটুকু সাধ্য দিয়ে মানবতার কল্যাণে রাজপথে কাজ করে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।