বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, শ্বাশত বাংগালী নারীত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার অনন্য সম্মীলন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
শিশু বয়সে এতিম হওয়া কিশোরী রেনুই সমাজ সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শেখ মুজিবকে জাতির মুক্তির লক্ষ্যে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে উদ্ধুদ্ধ করেছেন। কারাগারের চার দেয়ালে বন্ধী শেখ মুজিবের স্ত্রী কিন্তু টাকা দিয়েও ঢাকা সহরে মাথা গোঁজার বাড়ি ভাড়া পাননি। অথচ এতো কষ্টেও দমে না গিয়ে তিনিই ছিলেন কারাবন্ধী মুজিব ও আওয়ামী কর্মীদের যোগসূত্র। নিজের ও সন্তানদের ভবিষ্যত চিন্তা না করে তিনি ফাঁসির দন্ড প্রাপ্ত স্বামী বন্ধী মুজিবকে প্যারোলে কারা মুক্ত হতে নিষেধ করে বঙ্গবন্ধুতে রূপান্তরিত হতে সাহস যোগান।বাংলার স্বাধীনতার ইতিহাস তাই তাঁকে ছাড়া অসম্পূর্ণ। তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে নগরীর টিআইসি মিলনায়তনে নারী সমাবেশে একথা বলেন।
নারী নেত্রী নুসরাত জাহান শাওন এর সভাপতিত্বে ও রুবি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম।
এসময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু সুফিউর রহমান টিপু, নুর নবী পারভেজ, মোঃলোকমান,রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা,জাহিদ হোসেন খোকন, মোঃইসমাইল, ফরহাদ আবদুল্লা,সাজ্জাদ আলী জুয়েল, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, শহীদুল ইসলাম, মাকসুদুর রহমান,দিদারুল আলন,সাদ্দাম হোসন জয়,সৈয়দ নুর,আবদুল্লা আল মামুন তুহিন,সাইফুজ্জামান,তারিকুল ইসলাম টারজান, কোরবান আলী আজাদ, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সৌরেন বড়ুয়া রিও, আবিদ হাসান, ইফতেখারউদ্দিন ইফতি, সজীব কান্তি দাশ,জামাল হোসেন,তানিয়া আক্তার,সানজিদা আক্তার,সিনতিয়া জেরিন,নজরুল ইসলাম টিপু প্রমুখ।
সভা শেষে উপস্থিত দুস্থ মহিলাদের মধ্যে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র পক্ষ থেকে সেলাই মেশিন ও শাড়ী বিতরণ করা হয়।