বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের নির্দেশে করোনাকালীন সময়ে অসহায়, নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমসূচী
পতেঙ্গা এলাকায় ২৩ এপ্রিল বিকেল ৩ টায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির
সহ-সভাপতি, হাজী নুরুল আবসারের ব্যক্তিগত উদ্যোগে
অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টের হাজী নিজাম উদ্দীন, বিপিডিএ চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সহ-সভাপতি ডা.জামাল উদ্দিন খাঁন কাজল, নগর যুগ্মসাধারণ সম্পাদক মো. আলী নূর মানিকসহ নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে হাজী নুরুল আবসার বলেন,জাতীয় দুর্যোগ করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও বলেন, অতীতের মত করোনা দূর্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নানামুখি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।