করোনা মহামারীকালীন গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আলী নুর মানিকের ব্যক্তিগত উদ্যোগে ২০ এপ্রিল সকাল ১১ টায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন নতুন রেলওয়ে ষ্টেশনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের অতিরিক্ত সম্পাদক মো. ইকবাল হোসেন সোহেল,ষোল শহর শাখা রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এ আর জুয়েল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো.সিদ্দিক আলী,মো.এমদাতদুল হক ,মো.আবদুল আলী আজিম , মো. শাহাব উদ্দিনসহ নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণকালে আলী নুর মানিক বলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। করোনা মহামারীকালীন সময়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের নানা মুখী কর্মসূচি অব্যাহত থাকবে।