হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে আজ সকাল ১০ টা থেকে চট্টগ্রাম বন্দর পূর্ব কলোনিস্থ মাদ্রাসা এত মাঠে সমাজের বিভিন্ন স্তরের শিশুদের নিয়ে দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পযন্ত সময় কালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। এ কারণে সরকার মুজিববর্ষের সময়কাল ২০২১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো।

এতে আরও উপস্থিত ছিলেন, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস জাকের আহমেদ খোকন,আওয়ামী লীগ নেতস সেকান্দর আযম, চট্টগ্রাম বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, মোঃ লোকমান, মারুফ আহমেদ, ইকবাল হোসেন, মঈন উদ্দিন মঈনু, এমরান হোসাইন, মোঃ ঈসমাইল, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল, নুরুল ইসলাম রাসেল, মোট শহীদ, অর্জুন দাশ, মনিরুল হক মনির, কাজী আরিফ, যুবায়ের হোসেন অভি, সরওয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, রমজান আলী, মোঃ জহির, হৃদয় কুমার দাস, জালাল উদ্দীন, কৌশিক রায়, ইসমাইল হোসেন, আরামান, জয় বাদশা, আবদুল মমিন রাজু, শামীম উদ্দিন, তারেকুল হাকীম, আজিজুল হাকিম মাহিম, মোহাম্মদ রিগ্যাল, আকবর জুয়েল, আবিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিশু প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সির আফরোজা কালাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।