বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৪ জুন বিক্ষোভ মিছিল হয়েছে । বিক্ষোভ মিছিল শেষে জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়।
আরোও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম বন্দর সিবিএর সাধারণ সম্পাদকনায়েবুল ইসলাম ফটিক,নুরন্নবী পারভেজ, রন্জীত শীল,এস এম আতিকুর রহমান ,রায়হান নেওয়াজসজীব,লোকমানমোঃ ইসমাইল, মারুফ,আহমেদ সিদ্দিক ,ইমতিয়াজ আহমেদ বাবলা,ইকবাল হোসেন,রাশেদ চৈাধুরী,জাহেদ খোকন,ইমতিয়াজ আহমেদ সুমন,সালাউদ্দিন বাবর,কাজী আরিফ,সাজ্জাদ আলী জুয়েল,ফরহাদ আবদুল্লাহ,এমরান,যুবায়ের হোসেন অভি,স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম,আবু নাসের জুয়েল, শরীফ,সোহেল, কিরন,সালাহউদ্দিন বাবর,রেজাউল করিম মামুন,কায়সার,মাসুদুল করিম জিকু,মোশাররফ আলী শাবলু,ইয়াসিন আরাফাত,শাহজাহান আলী,মারুফুল ইসলাম মারুফ,সাজিবুল ইসলাম সজীব,মোঃআরমান,টিপু খান, জহির রায়হান, নজরুল ইসলাম, প্রনব নাথ,ফিরোজ মৃদা,রমজান,নবী,মাসুম,সুজন, টিপু,বাবলু,ফারুক হোসেন সুমন,আবু সাঈদ, সাদ্দাম, জাবেদ,সাজ্জাদ, রাশেদ, মিরাজ,দিদারুল আলম, সাদ্দাম হোসেন জয়,মনির উদ্দিন রুবেল,অপু সরকার, সাইদুজ্জামান রাকেশ ,মোঃ সাকিব,নয়ন চক্রবর্তী,তুষার,মুন্না শীল,শাওয়াল রাকিব,রতন দাশ,জয় দাশ,আজাদ,হ্রদয়,সৈয়দ, মিজান জনি,রকি,মহিউদ্দিন, মনিরুল হক,জয় বাদশা, সোহেল, সালাম,মাসুদ শরীফ,হারুনর রশীদ, রাকেশ দাশ,তারিকুল ইসলাম টারজান, আজাদ, মাসুম নাসির,প্রবাস,খালেক, অন্তুু দাশ,হাসান মনি,সাইফর রহমান রানা,আসিফ হোসেন মিলাদ, শামীম উদ্দিন, শহিদুল, সাজ্জাদ, আবিদ,টিপু দে,আবদুস সালাম জিসান,হুমায়ুন, কায়েশ উদ্দিন, সুকান্ত, তাপস দে,হেলাল উদ্দিন, ইয়াসকান্দর,মহিন উদ্দিন, লোকমান,বারেক,রাহুল,মাকসুদুর রহমান, নাজমুল হক,সুলতান ফাহিম,আকবর জুয়েল, আবিদ হাসান,বিনয় দে,মামুন হোসেন, আসিফ রাইসুল,শেখ নাঈম,মাহামুদুল হাসান, বাবু,রিমন,বশির সরকার, মহিম ইসলাম, রেজাউল করিম,ফাহিম,মোস্তাইন,ইমতিয়াজ, দেলোয়ার সজীব শাহীন, আলাউদ্দীন সোহেল, ফিরোজ, হৃদয় দাশ,কোরবান,সাইফুল, জামাল,রাসেল প্রমুখ।
‘সমাবেশে দেবাশীষ পাল দেবু,বলেন, ‘৭৫ এর হাতিয়ার ‘৮১ এর পরিণতি ডেকে আনবে এবং তার চেয়েও ভয়ংকর পরিস্থিতির জন্য ‘৭৫ এর হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বিএনপি জামায়াতীদের প্রস্তুত থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের বুঝতে হবে ‘৭৫ আর ২০২২ এক নয়। তাই তারা যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাহলে যুবলীগ গনতান্ত্রিক গণতান্ত্রিক ভাষায় জবাব দিবে। আর তারা যদি অস্ত্রের ভাষা ব্যবহার এর হুমকি দেয় তাহলে বাংলার মাটিতে তাদের কবরের নিশানাও থাকবে না যেমন নাই তাদের প্রতিষ্ঠাতা স্বৈরাচারী জিয়ার।