বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু। কুমিল্লায় একটি পূজামন্ডপে কোরআন অবমাননার অভিযোগে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
প্রশাসনের পাশাপাশি প্রতিমা বিসর্জনে গাড়ি বহরসহ যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইপিজেড থানাধীন এলাকার সিমেন্ট ক্রসিং মোড়সহ চারটি গুরুত্বপূর্ণ স্থানে ১৫ অক্টোবর দুপুর ২ টায় ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমনের নেতৃত্বে অবস্থান নেন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর হাজি মোহাম্মদ আসলাম, ৩৯ নং ওয়ার্ড সি ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৩৯ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা জাহিদ হোসেন,আইয়ুব আলী, দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা সাদেক হোসেন, ওয়াসিম আকরাম,৩৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা আনোয়ার হোসেন বেলাল, মোঃ মহিউদ্দিন রনি, মো.হোসেন মুন্না, যুবনেতা মহসিন ও ইসমাইল হোসেন,৩৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা, মো.আলী নূর মানিক,মনির হোসেন মুন্না, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা আলমীর আলো,মোহাম্মদ ইমন, আব্দুর রহমান, সামির প্রমূখ।