পতেঙ্গা সামাজিক সেবা সংগঠনের উপদেষ্টা ও পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের উদ্যোগে ৯ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকার বাসিন্দা দীর্ঘদিন যাবত ধরে টাইফয়েড রোগের কারণে প্যারালাইসিসে আক্রান্ত কাজী মো.তৌহিদ কে আর্থিক সহায়তা প্রদান করেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু। এ সময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. সোলেমান, নুরুল ইসলাম মুন্না, মো. মিজানুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল, ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, আতিকুর রহমান সজীব, টিপু সুলতান, হানিফ মুন্না, সিফাতুল ইসলাম, কামরুল জিহাদ প্রমুখ। আর্থিক অনুদান বিতরণকালে পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু বলেন,মানুষের পাশে দাড়ানো আমাদের মানবিক কর্মকার্ন্ডের একটি ধারাবাহিক অংশ। দেশের সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, জাতীয় দূর্যোগকালীন সময় ছাড়াও সমাজের অসহায় ও দুস্ত মানুষদের প্রতি খেয়াল রাখা ও তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসময় তিনি অসুস্থ্য কাজী মো.তৌহিদের দুই সন্তানের বাৎসরিক স্কুল বেতন প্রদান করার বিষয়ে অশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।