উৎসাহ-আনন্দ-বিনোদন আর বর্ণিল আয়োজনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচ এর আনন্দ আয়োজন
অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭জানুয়ারী) সকালে শুরুতেই স্কুল মাঠ প্রাঙ্গণে কেক কেটে আনন্দ আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রাক্তণ ছাত্র ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন।
২০০১ব্যাচের বন্ধুরা আনোয়ারা পারকি বীচে খেলাধুলা,নাচ গান,বিনোদন-আড্ডা এবং ভোজন সভার মাধ্যমে এক অপূর্ব মিলন মেলায় এক দারুণ সময় কাটিয়েছেন।
বর্ণিল আয়োজন ২০০১ বন্ধুদের মধ্যে উদ্যোক্তা মোঃআনিসুর রহমান, মোঃ জাবেদ ,মোঃরাজু ও মোঃ জাহাঙ্গীর,মোঃ তৈয়ব, মোঃআরকান,মোঃ সালাউদ্দীন, মোঃইকবাল,মোঃসোহেল,মোঃআলাউদ্দীন,মোঃহায়দার প্রমুখ।
প্রাণের সেই স্কুল বেলার শৈশবে ফিরে যেতে দিন ব্যাপি নানা আয়োজনের মধ্যে ছিলো টিশার্ট বিতরণ,হৈ-চৈ,আড্ডা,প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ এবং পুরস্কার বিতরণ।