চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার পুলিশ ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে সাত টায় উত্তর পতেঙ্গা হোসেন আহম্মদ পাড়া মুনভিউ কমিউনিটি সেন্টারের পাশে এমদাদ মিয়ার গলি বখতিয়ারের ভাড়া ঘরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের মৃত ইউসুফ আলীর পুত্র মো.আশিক মিয়া (২৫) নতুন পোষ্ট অফিস গলির মনসুরের ভাড়াটিয়া,নোয়াখালীর মো. ফখরুল ইসলামের পুত্র মো. রুহুল আমিন প্রকাশ জসিম উদ্দিন (৩৯)উত্তর পতেঙ্গা এমদাদ মিয়ার গলি বখতিয়ারের ভাড়াঘর,নেত্রোকোনা জেলার আব্দুল জব্বারের পুত্র মো. মাসুদ মিয়া (৩৫) হাউজিং কলোনী জসিমের ভাড়াটিয়া,ভোলার জেলার মো. হারুনের পুত্র মো.সোহাগ (২৮) মুন বেকারী গলি সোলাইমান সওদাগরের ভাড়াটিয়, ভোলার জেলার মৃত শামশুল হকের পুত্র মো.মনির (৩৫)মুন বেকারী গলি জসীম সওদাগরের ভাড়িটিয়া।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, গোপন সংবাদ পেয়ে উত্তর পতেঙ্গা হোসেন আহম্মদ পাড়া মুনভিউ কমিউনিটি সেন্টারের পাশে এমদাদ মিয়ার গলিতে বখতিয়ারের ভাড়া ঘরে অভিযান চালিয়ে খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার বিশ টাকাসহ পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদরেকে আদালতের পাঠানো হবে।