পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড়ে প্রাইভেট পড়তে গিয়ে একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ছাত্রীর পিতা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। মামলায় প্রধান আসামি আজমাইন আজিম আয়ান (২২) সহ তার দুজন সহযোগী তারেক আজিজ (২২) এবং মোকারাম হোসেন (২২) মামলায় আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি আজমাইন আজিম আয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় ওআর নিজাম রোড়ের একটি বাসায় ধর্ষণের শিকার ছাত্রী তার সহপাঠীসহ গত ১৫ দিন ধরে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। বুধবার বিকেল ৫টার দিকে তাকে জোর করে ৩ নম্বর রোড়ের মাথা থেকে ১ নম্বর রোড়ের ১৪ নম্বর বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত আজমাইন আজিম আয়ান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আজমাইন আজিম আয়ানকে বৃহস্পতিবার সকালে খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।