পতেঙ্গা সমুদ্র সৈকতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে সবুজ অরণ্য উপহার দিতে ২৫ আগস্ট বিকেল ৪ টায় প্রায় শতাধিক বিভিন্ন জাতের চারাগাছ রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও পতেঙ্গা সমুদ্র সৈকত কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াহিদ চৌঁধুরী।

সমাজ সেবক পতেঙ্গা সী-বিচ কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মুছা আলম উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন,সী বিচ দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,মো.জসিম উদ্দিন,সাজ্জাদ হোসেন,মামুন,রুবেল,মনছুর,সাইফুল ইসলাম প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে ওয়াহিদ চৌঁধুরী বলেন, সবুজই প্রাণের স্পন্দন। বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে শেখায়। চলতে-ফিরতে- বেঁচে থাকতে। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। তাই নিজে বাঁচতে এবং আমাদের নতুন প্রজন্মকে বাঁচাতে হলে একটি গাছ কর্তন হলে আরো দশটি গাছ লাগাতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।