বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১৭ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত প্রায় তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সামসুদ্দীন,দপ্তর সম্পাদক সেকান্দর আজম, মোঃ লোকমান,জাহিদ হোসেন খোকন,মোহাম্মদ সুমন,সোলাইমান,হাসান,দিদার আলম,রানা মোতালেব,আকবর জুয়েল,রবিউল হাসান,নুসরাত জাহান শাওন,ফাহিম, কিবরিয়া,সাকিব হাসান, জালাল, ইমন প্রমুখ।

সবজি বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন,আমরা এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ডের প্রতিটি কর্মহীন সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের পাশে আছি ,পাশে থাকব।