নগরের পতেঙ্গা থানার আউটার রিং রোডে রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জান্নাত নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাত পতেঙ্গা থানার খেঁজুরতলা খুদভাত আহমেদের বাড়ির মো. জসিমের মেয়ে।

পতেঙ্গা থানা পুলিশ রোববার রাতে খোঁজ খবর নিয়ে অভিযুক্ত মোটরবাইক চালক মেহেদী হাসানকে (২১) আটক করেছে । তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর ইউনিয়নের মিজানুর রহমানের পুত্র। বর্তমানে পতেঙ্গা থানার নেতারগলি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিহত শিশু জান্নাতকে ধাক্কায় দেওয়া অভিযুক্তকে রাতে বাইকের চালককে আটক করা হয়েছে। একইসময়ে তার বাইকটিও আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ে করা হয়েছে।’ রিং রোড পার হওয়ার সময় দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় জান্নাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।