নগরের পতেঙ্গা থানাধীন স্টিলমিল এলাকায় বৃহস্পতিবার (২৮অক্টোবর) দুপুর ২টার দিকে
রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সামিউল (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত সামিউল পতেঙ্গা থানার ওয়াহাব কলোনীর মোহাম্মদ সাদেকের ছেলে।
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা পিকআপের ধাক্কায় গুরুতর আহত হলে একজন পথচারী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, দুপুরে পতেঙ্গা থেকে গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।