পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের উদ্যোগে ১৬ জুন ( শুক্রবার ) পতেঙ্গা হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তম নন্দীর সভাপতিত্বে এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাজু বৈদ্যের সঞ্চালনায় ধর্মীয় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের সভাপতি ডাঃ বিদ্যাপতি মল্লিক বিপ্লব।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহা।
উদ্বোধন করেন লোকনাথ সেবা সংঘের প্রধান উপদেষ্টা ডাঃবাদল কান্তি ধর।
বিশেষ অতিথি ছিলেন, নিত্য ধর,বিশু দে,শ্যামল কান্তি দে,রতন মজুমদার, রবিন দে,সুমন দাশ,খোকন মজুমদার। ডাঃসুমন চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন,সুমন পাল রনি, পিন্টু দাশ,শ্যামল মালাকার,রাখাল দাশ, প্রহল্লাদ,মুন্না,তত্ময়,
সিনিয়র সহ-সভাপতি সন্জয় দত্ত, ধনপতি দেব,শিবু মজুমদার, শিমুল দাশ,অসিম দেব,ঝুন্টু চৌধুরী, রানা মালাকার, নারায়ণ দাশ,শুভ দাশ,বাসুদেব, হারাধন দেবনাথ, রুপন মালাকার, সুমন দে,অভিজিৎ, পরিমল, অনুপম।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন গোবিন্দ ব্রাক্ষচারী মহারাজ। গীতা পাঠ করেন বিকাশ দত্ত।