পতেঙ্গা থানাধীন পূর্ব হোসেন আহমদ পাড়া গাজী পুকুরপাড়স্থ মাঠে স্টুডেন্ট এন্ড মেরিন ক্লাবের উদ্যোগে গত ৫ মার্চ রাত ৮ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শওকত হোসেন। প্রধান অতিথি ছিলেন, পতেঙ্গা মডেল থানার ওসি জোবাইর সৈয়দ। উদ্বোধক ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেক।

বক্তব্য রাখেন শাহাদাত হাসান, ওয়াহিদ হাসান, ইমতিয়াজ চৌধুরী, টিটু দেব, নজরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর হোসেন শান্ত, নাজিম উদ্দিন, সাইফুদ্দিন, তৌহিদুল ইসলাম, রুবেল, জিসান, ইফতু, রাজু, হেলাল প্রমুখ।


৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক বলেন,তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানানোর পাশাপাশি আরও বলেন ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে (ওসি) জোবাইর সৈয়দ বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। পতেঙ্গা থানাধীন এলাকায় মাদক ও জুয়ার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।