
করোনাকালীন সংকটে অসামরিক লোকদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা ক্যাম্প চালু করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় সোমবার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতির এ সংকট হতে উত্তরণ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী জনগণের পাশে থেকে এই চিকিৎসা সেবা চালু রাখবে।
এতে আরো উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক কোম্পানি, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীসহ বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ।