জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার ইন্দনদাতাদের আইনের আওতায় আনার দাবিতে পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ১১ ডিসেম্বর বিকাল ৪ টায় কেইপিজেডস্থ শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী নুর মানিকের সঞ্চালনায় ও সভাপতি এম এ হান্নানের সভাপত্বিতে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবু নাছের জুয়েল,সহ সভাপতি এস কে সাগর, হাজী নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, এস বি লিটন, মোঃ জাকির হোসেন, মোঃ ইয়াছিন,মোঃ হাসান, ছাদেক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ।


এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাছের জুয়েল বলেন,মূর্তি ও ভাস্কর্য এক নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় মতবাদ চাপিয়ে দেওয়া সংবিধান পরিপন্থী কাজ বলে আমরা মনে করি। বঙ্গবন্ধুর সোনার বাংলায়, আমরা কোন রকমের ধর্মব্যাবসায়ীদের কার্যক্রম মেনে নিব না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।