বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ১০ এপ্রিল বিকাল ৩ টায় নগরীর উত্তর পতেঙ্গা মাইজপাড়া শহীদ আল্লাহুম্মা সোলাইমান আল কাদেরী হাফেজিয়া মাদ্রাসা এবং উত্তর পতেঙ্গা কাঠগড়”তা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন,সারাদিনের মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাউল, আলু পেয়াঁজ,ছোলা চিনি সেমাই ডিম,সয়াবিন তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ছিলেন উত্তর পতেঙ্গা মাইজ পাড়া শহীদ আল্লাহমা সোলাইমান আল-কাদেরী হাফেজিয়া মাদ্রাসার
পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদেরী,উত্তর পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ তা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন,সারাদিনের মাদ্রাসা পরিচালক হাফেজ শামসুল আলম।

আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, দিদার আলম ,ইয়াছিন আরাফাত, সাজিবুল ইসলাম সজিব,হেললা উদ্দিন, আরফিন ইরফান,রানা মোতালেব, নুর শরিফ রকি,আবির ইন্তিসার ইকু,সম্রাট আকবর,রাহাত,
সজিব,জুয়েল আকবর, আবিদ হাসান,সুলতান ফাহিম,রবিউল হাসান,আল আমিন, জুনায়েদ, জালাল,রিয়াদ,মারুফ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।