চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বীচ এলাকায় সমুদ্র থেকে জেলেদের ২১টি জাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ৬ অক্টোবর দুপুর ১২টায় পতেঙ্গা সাগর উপকুলে এ ঘটনা ঘটে। জেলেরা ইলিশ মাছ শিকারের পর জাল নিয়ে তীরে ফেরার পথে কালো একটি স্পীড বোটে কয়েকজন লোক এসে জেলেদের কাছ থেকে জোর করে ২১ টি জাল নিয়ে যায়। তবে সরকারী কোন সংস্থা জাল গুলো নিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কোস্টগার্ড ও নৌ পুলিশের পক্ষ থেকে কোন ধরণের অভিযান পরিচালনা হয়নি বলে জানিয়েছেন। স্থানীয় জেলেরা জানান, পতেঙ্গার ইব্রাহীম মাঝির ৫ টি, ইউছুপ মাঝির ৮ টি জাহিদ মাঝির ৮ টি মোট ২১ টি কেড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইলিশ শিকার বন্ধের জন্য ১৪ তারিখ থেকে অভিযান চলার কথা রয়েছে । কারণ এসময় থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ।

ইব্রাহিম মাঝি জানান, আমরা জাহাজ চলাচলের সীমানা থেকে অনেক দুরে গিয়ে মৎস শিকার করি। এর আগেও বেশ কয়কবার জেলেদের জাল নিয়ে যায় প্রসাশন। কিন্তু এবার যারা নিয়ে গেছে তারা কেউ প্রশাসনের লোক কিনা তা আমরা জানতে পারি নি।

ইউছুপ মাঝি বলেন, এর আগেও আমাদের জাল ছিনিয়ে নিয়ে গেছিল এক দল দুর্বৃত্তরা। তারা সাগর থেকে জাল ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেন। চাঁদা না পেয়ে জাল গুলো তুলে নেয়।
মাছের আড়তদার মো: আব্দুল্লাহ বলেন ইলিশের মৌসুমে একাধিকবার জেলেদের জাল ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে অনেক ব্যবসায়ি ও জেলে পরিবার ক্ষতিগ্রস্ত। প্রায় সময় সাগরে কারণে অকারণে জেলেদের নানা ভাবে হয়রানির শিকার হতে হয়।

চট্টগ্রাম নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, পতেঙ্গায় একটি চক্র মাঝে মাঝে জেলে জিম্মি করে জাল ছিনিয়ে নেয়। সে বিষয়ে আমার কাছে তথ্য আছে। কেউ অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। তিনি বলেন, আমরা জাল জব্দ করলে সাথে সাথে আগুনে পুড়ে ফেলি। জাল ছিনিয়ে নেওয়া বড় অন্যায়।

ছিনিয়ে নেওয়া ২১টি জালের দাম প্রায় ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন জেলেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।