পতেঙ্গা মডেল থানার মুকবুল হাউজিং সোসাইটির সৈয়দ মঞ্জিল এর ৬ষ্ঠ তলায় ভাত রান্না করতে গিয়ে আগুণে দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন স্বামী স্ত্রী। তারা দুজনে ইপিজেড এলাকায় পোশাক কারখানার কাজ করেন।

আহতরা হলেন,স্বামী মো.আক্তার হোসেন (২৬) ও তার স্ত্রী সালমা আক্তার তাছনিমা(২৩)।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,মুকবুল হাউজিং সোসাইটির সৈয়দ মঞ্জিল এর ৬ষ্ঠ তলায় ভাড়া বাসায় থাকতেন স্বামী স্ত্রী দুজন। রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে লিক হয়ে রুমে গ্যাস ভর্তি হয়েছিল। পোশাক কারখানা থেকে ফিরে এসে ভাত রান্না করার জন্য সালমা আক্তার গ্যাসের চুলায় আগুণ জ্বালাতেই পুরো ঘরে আগুণ ছড়িয়ে পড়ে। । স্ত্রীর আর্তচিৎকার শুণে স্বামী আক্তার হোসেন বাঁচাতে তিনিও দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসেন।


এ বিষয়ে মুঠোফোনে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন দগ্ধ হয়ে পোষাক কারখানায় কর্মরত স্বামী স্ত্রী দুজনে গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।