নিজস্ব প্রতিনিধি
নগরীর পতেঙ্গায় জানে আলম (৫০) নামে কর্ণফুলী ট্যানেলের এক নৈশ প্রহরীকে গত শনিবার মধ্য রাতে অতর্কিত ভাবে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। গুরুতর আহত জানে আলমকে গত ২৪ এপ্রিল রাত ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, জানে আলম পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ডের ফুলছড়ি পাড়ার স্থায়ী বাসিন্দা মৃত দৌলত মিয়ার পুত্র।
জানে আলম পতেঙ্গা কর্ণফুলী ট্যানেলে অস্থায়ী চুক্তিভিত্তিক নৈশ প্রহরীর চাকুরী নেন। গত তিন মাস চাকুরীর করার পর হঠাৎ শনিবার দিবাগত রাত ৩টায় সেহরী সময় জেনেরটর রুমে দায়িত্বরত অবস্থা ১২-১৫ জনের দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মারাত্মাকভাবে আহত জানে আলমের মাথা, হাত, পায়ে ও বিভিন্ন স্থানে জখমের চিহ্ণ রয়েছে।
ঘটনার পরে স্থানীয় ভ্যান ড্রাইভার ও আত্মীয়-স্বজনরা মূমুর্ষু অবস্থায় জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালে ২৮নং ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় আছেন। এ বিষয়ে জানে আলমের পরিবারের দাবি পূর্বের শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে আহত করা হয়ছে।
এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান জানে আলমের পরিবার।