শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কাটগড় মুসলিমাবাদ জেলে পাড়ার চন্ডী মন্দির পূর্ণ সদ্দারের বাড়ি প্রাঙ্গণে ১১ অক্টোবর সকাল ১১ টায় উত্তর পাড়া সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জনসচেতনতার লক্ষে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা জহুর লাল দাশ,উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ,পূজা উদযাপন পরিষদের সভাপতি পান্না দাশ, সহ-সভাপতি সমীরন দাশ,মিন্টু দাশ,অধীর দাশ,সাধারণ সম্পাদক সুব্রত দাশ, সহ-সাধারণ সম্পাদক তাপস দাশ,অর্থ সম্পাদক রাজীব দাশ,সহ-অর্থ সম্পাদক মন্টু দাশ,হিসাব রক্ষক সুকুমার দাশ,রাতুল দাশ,সাংগঠনিক সম্পাদক প্রকাশ দাশ,প্রচার সম্পাদক সান্টু দাশ,সহ-প্রচার সম্পাদক বাপ্পী দাশ,দপ্তর সম্পাদক রুপন দাশ,পূজা পরিচালনায় ভুপতী দাশ সার্বিক সহযোগীতায় কালা বাঁশী দাশ,শেফাল দাশ,সন্তোষ দাশ,কার্ত্তিক দাশসহ পরিষদের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন পরিষদের সভাপতি পান্না দাশ বলেন আমরা পতেঙ্গা জেলে পাড়ার বাসিন্দারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারের কাছে আমাদের জোর দাবি একটি সার্বজনীন মন্দির ও শ্মশান নির্মাণ করা।