চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন হাদিপাড়া এলাকায় মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর ৬টায় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তি— বরিশালের উজিরপুর থানার মৃত মোহাম্মদ ইয়াছিনের ছেলে মোহাম্মদ রিপন (৪৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন,গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যানুযায়ী শপিং ব্যাগ এর ভেতর থেকে ১৩হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭০ হাজার টাকা। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।