নগরের পতেঙ্গা এলাকায় পুকুরে পড়ে মো.ইয়াছিন আরাফাত নামে ২০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মুসলিমাবাদের শতাব্দী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. ইয়াছিন আরাফাত রংপুর লালমনির হাটের স্থায়ী বাসিন্দা মো .বিপ্লব মিয়ার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১ টার পর শিশু ইয়াছিনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। পরে বেলা ১২টার দিকে পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো.বিপ্লব মিয়া বলেন, আমি একজন গার্মেন্টস কর্মী। গত ৩ মাস আগে চট্টগ্রাম এসেছি। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকি। কখনও ভাবিনি এখানে এসে একমাত্র সন্তানকে চিরতরে হারাতে হবে ।

মুসলিমাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কাইয়ুম উদ্দিন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।