পতেঙ্গার আউটার লিংক রোড এলাকা থেকে গত সোমবার (৩ জুলাই) রাতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ। ডাকাতের দল ৩ জুলাই রাতে ডাকাতির উদ্দেশ্যে দক্ষিণ পতেঙ্গা আউটার লিংক রোডের বালুর টালের পাশে একত্রিত হয়। গোপন এ সংবাদ পেয়ে টিম পতেঙ্গা দ্রুত সেখানে অভিযান চালায় এবং ডাকাত দলের দুজনকে কিরিচ, ছোরা ও লোহার রডসহ আটক করতে সক্ষম হয়। পতেঙ্গা থানার এস আই মাসুদ ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জন ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দক্ষিণ পতেঙ্গার মো. শরীফের ছেলে মো. সোহেল (২৬) ও মো হুমায়ুন কবির প্রকাশ আরিফ (২০)। আরিফও দক্ষিণ পতেঙ্গার বাসিন্দা। তবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, আটককৃত দুজন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাতি করাই তাদের পেশা। তারা দক্ষিণ পতেঙ্গাসহ বিচ এলাকায় আগত পর্যটক কিংবা ইলিশ মৌসুমে ইলিশ ব্যবসায়ীদের টার্গেট করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সহযোগীসহ ডাকাতি করেন।
জিজ্ঞোসাবাদে দুজন ডাকাতও তাদের কর্ম সম্পর্কে স্বীকারোক্তি দেন। এখন তাদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের অন্যান্য সহযোগীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।