নগরের পতেঙ্গা থানা এলাকার আদি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ৬ লাখ ৪৯ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রীণ বেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অভিযুক্ত মো.আবু মুছা রাশেদকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গ্রীণ বেল স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ। আটক মো.আবু মুছা রাশেদ পতেঙ্গা থানার চরপাড়া রাস্তা মোড় এলাকার তাজিয়া বাপের বাড়ির আবু বককরের ছেলে। মামলা সূত্রে জানা যায়,গত ২০১৯ সালের ২৭ জানুয়ারি আদি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমিতি থেকে ব্যবসার জন্য দশ মাস মেয়াদে ৫ লাখ টাকা ঋণ নেন গ্রীণ বেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু মুছা রাশেদ।
৫ লাখ টাকা ঋণের বিপরীতে লভ্যাংশ পরিশোধ করার কথাও ছিল। পরবর্তীতে ঋণ পরিশোধের সময় হলে টাকা দিবে বলে একাধিকবার কথা দেয়। এইভাবে দুই বছর ধরে টাকা না দিয়ে প্রতারণা করে আসছেন। এটা বুঝতে পেরে চলতি বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে লভ্যাংশসহ ৬ লাখ ৪৯ হাজার টাকার চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর জসিম উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পতেঙ্গা এলাকার আদি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমিতির ৬ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত গ্রীণ বেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু মুছা রাশেদ নামে একজনকে আটক করেছি। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।