পটিয়া ধাউরডেঙ্গা কালিয়াইশ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও সেবাশ্রম প্রাঙ্গণে ৪ সেপ্টেম্বর দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ২৯২ তম আবির্ভাব উৎসব উদযাপন।
ধাউরডেঙ্গা কালিয়াইশ শ্রী শ্রী লোকনাথ ব্রাক্ষচারী মন্দির ও সেবাশ্রম মন্দিরের সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিদ্যাপতি মল্লিক বিপ্লবের সঞ্চালনায় লোকনাথ ব্রহ্মচারী ২৯২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রনব সাহা,কাটগড় হিন্দু পাড়া রাম ঠাকুর মন্দির কমিটির মহা সচিব এস বি দেব লিটন,দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলার্স সমিতির সহ-সভাপতি সত্য কুমার ধর,সাংবাদিক এস কে সাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন, মন্দির কমিটির কাজল দত্ত, নারায়ণ বিশ্বাস, সু-কুমার বিশ্বাস,চপল মহাজন, বাসুদেব সিকদার, সুমন বিশ্বাস, সজল মল্লিক, টিটন মল্লিক, বিদ্যুৎ দত্ত প্রমুখ।
লোকনাথ ব্রহ্মচারী ২৯২ তম আবির্ভাব উৎসবে অরুপ কুমার নাথের দিকনির্দেশনায় গীতা পাঠ পরিচালনা করেন চাক্তাই শ্রী শ্রী লোকনাথ ধাম।
লোকনাথ মন্দিরের আরো ব্যাপক উন্নয়নের জন্য মন্দির কমিটি সনাতনী সম্প্রদায়ের বৃত্তবানের সু-দৃষ্টি কামনা করেন।