পটিয়ায় আঞ্জুমান এ রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় হযরত আমিরুল আউলিয়া শাহ্সূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ্ (ক.) ছাহেব কেবলার মহান ১লা মাঘ ১৫ জানুয়ারী বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন গাউছিয়া রহমান মনজিল প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় আনুষ্টিত হয়েছে।
আমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন শাহাজাদায়ে আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মাদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ম.) সভাপতিত্বে ও আনজুমান এ রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের মহা-সচিব মুহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আনজুমান এ রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের প্রধান উপদেষ্টা লায়ন আলহাজ্ব এম. শফিউল আলম আমিরী ছাহেব।

বিশেষ অতিথি ছিলেন, আমিরভাণ্ডার শাহ্ আবু যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি এম. এম. হাসান রেজা আমিরী ছাহেব।
আরো অতিথি ছিলেন, আমিরভাণ্ডারী, কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি আহম্মদ কোম্পানি। এসময় উপস্থিত ছিলেন আনজুমান এ কেন্দ্রীয় পর্ষদ এবং শাখা কমিটির নেতৃবৃন্দ, আমিরভাণ্ডার শাহ্ যুব কমিটি ও শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিগন এলাকার খাদেমানে আমির ভাণ্ডারীরা।