নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মাতা জাহান আরা বেগম গতকাল ১৫ ডিসেম্বর ২০২১ বিকালে বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ছয় ছেলে রেখে গেছেন। তার স্বামী মরহুম এ কে এম তোফায়েল উদ্দিন চৌধুরী। ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় ফেনী জেলার সদরে ধলিয়া ইউপির মোহাম্মদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃৃত্যুতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ করেন।
১৬ ডিসেম্বর নৌ পরিবহন সচিবের মাতা জাহান আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
