
বি.এন.পি জামায়েতের ইন্ধনে সারা দেশে হেফাজতে ইসলাম, বামপন্থী ও বিভিন্ন উগ্রবাদী সংগঠনের ডাকা অবৈধ ও অনৈতিক হরতালের বিরুদ্ধে
সকাল ৯টা থেকে নিউ মার্কেটস্থ জিপিও মোড়
চৌধুরী টাওয়ার এর সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মো. ঈসমাইলের পরিচালনায় হরতাল ও নৈরাজ্য বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
এতে বক্তব্য রাখেন, রায়হান রেওয়াজ সজীব,মারুফ আহমেদ,ইরশাদ ইফতেখার মামুন, ইমতিয়াজ আহমেদ বাবলা, মোঃরাশেদ চৌধুরী, মঈন উদ্দিন মঈনু,আবু নাঈম, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, মিজানুর রহমান, সরওয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মোঃআরমান,আলী নুর,মো;মাসুম,আল আমিন,মোঃফয়সাল,মোঃরাশেদ, মোঃসম্রাট,মোঃ মনির, মোঃরাশেদ,হৃদয় কুমার দাস, নাজমুল হক নোমান, আকবর জুয়েল সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, মোঃসামিউল, সৌরেন বড়ুয়া রিও,শামীম উদ্দীন, মোঃনুর নবী, মোঃমুন্না প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, হরতাল নৈরাজ্য সৃষ্টি করে সোনার বাংলাকে ধ্বংস করা যাবে না। ৭১ এ বীর বাঙালি যেমন দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলো ঠিক তেমনি এখনো জামাত শিবিরের সৃষ্টিকারী নৈরাজ্য হরতাল রুখতে প্রতিরোধ গড়ে তুলবে।