ইপিজেড থানাধীন নিউমুরিং রোডের আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৮ নভেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সার্বিক সহযোগীতায় নারীদের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে বিনামূল্যে সেলাই প্রশিক্ষন, ঘরে বসে হাতের কাজ শেখা ও প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোমানা আক্তার রুমা,এ ইউনিটের সহ- সভাপতি সেলিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আফরোজ, সাংগঠনিক সম্পাদক পারুল বেগম।

প্রধান অতিথির বক্তব্যে শারমিন ফারুক সুলতানা বলেন , বর্তমান সরকার নারী বান্ধব সরকার, নারীদের জীবন যাত্রার মান উন্নয়নের সরকারের নানামুখী কর্মকান্ড চলমান রয়েছে। নগর মাতা হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। এলাকার নারীদের সমস্যা সমাধানে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন সব সময় আন্তরিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।