কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে ইয়াবার একটি চালান আসছে এমন খবরে নতুন ব্রিজ এলাকায় চেক পোস্ট বসানো হয় এবং সন্দেহজনক ব্যক্তি ও গাড়ি তল্লাশি করে একটি কাভার্ড ভ্যান থেকে ১৭ হাজার চারশো পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যানটির ড্রাইবারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচারের সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী এলাকার মৃত কাজী রফিকুল ইসলামের ছেলে কাজী রেজাউল করিম (৩০) ও মৃত মনিরুল ইসলামের ছেলে মো. মাজহারুল ইসলাম সর্দার। এর মধ্যে রেজাউল করিম কাভার্ড ভ্যানের ড্রাইভার ও মাজহারুল ইসলাম পেশাদার ইয়াবা ব্যবসায়ী। পরস্পর যোগসাজশে তারা ইয়াবা ব্যবসা করে আসছেন।

র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ২ জনের বিরুদ্ধে মাদক আইনে বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানানি তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।