১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ’র সঞ্চালনায় শিশু সমাবেশ চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন শিশু পার্কে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরান, গীতা ও পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল,অ্যাড. তসলিম উদ্দিন,সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মোঃ আজিজ মিছির,আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী,যুগ্ম সম্পাদক মোঃ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন,সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মাছুদ খান, দেবাশীষ আচার্য্য এবং প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু প্রমুখ।

আলোচনা সভার শেষে কেক কেটে শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরনের মাধ্যমে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয় এবং শিশুদের জন্য পার্কের সকল রাইড বিনামূল্যে ব্যবহার করার মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচি সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।