বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৮ম ধাপে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ৭ মে মানবিক যুবলীগ চট্টগ্রাম মহানগরের ২৬নং ওয়ার্ড উত্তর হালিশহর সুন্দরী পাড়া জামে মসজিদ ও বিকাল ৪টায় নগরীর শুভপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাহাত সেন্টার চত্বরে ২৯নং পশ্চিম মাদাবাড়ী ও ৩০নং পূর্ব মাদার বাড়ীর সুবিধা বঞ্চিত প্রায় ১০০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবু হক মিয়া বলেন, “যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু করোনার শুরু থেকে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে জনগণের পাশে আছেন। আশা করি আগামী দিনগুলোতেও সে চট্টলার যুবসমাজকে সাথে নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে সবসময় থাকবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃমাইনুল হাসান খান নিখিলের নির্দেশনা অনুযায়ী যতদিন এই সঙ্কট দূর না হবে, ততদিন যুবলীগের ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যে কোনো সংকটে, দুর্বিপাকে, সংগ্রামে যুবলীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাবে যুবলীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরো বলেন, খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা দেওয়া থেকে লাশ দাফন পর্যন্ত সব কাজের সঙ্গে যুবলীগ নেতাকর্মীরা সম্পৃক্ত রয়েছেন। করোনা মহামারি ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধানও কেটে দিচ্ছে যুবলীগ।

এতে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির সভাপতি ও ৩০নং পূর্ব মাদার বাড়ীর ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, ২৯নং পশ্চিম মাদার বাড়ীর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, যুবলীগ নেতা , জসিম উদ্দীন, আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, মোঃ ইকবাল হোসেন, মাহাবুল হক জনি, মারুফুল ইসলাম মারুফ, তারিকুল ইসলাম টারজান,কোরবানি আলী আজাদ, সাজিবুল ইসলাম সজীব, মোঃরাশেদ, আবদুল মজিদ সম্রাট,নুরুল হুদা, তানভির, মোঃমিজান, এসকান্দর নাহিদ, সোহেল আহমেদ, জয় বাদশা, রাজু, আকবর, আমির, রাসেল আরমান, মিনহাজ হোসাইন, মোঃইমরান, সৌরেন বড়ুয়া রিও, নাইমুল হুদা, প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।