পবিত্র রমজান মাসে অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নগর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভাসমান অসহায়, রিকশা চালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহরির খাবার বিতরণ করেছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
একই সময়ে বৃহস্পতিবার দিবাগত রাতে নগর পিতা সিটি মেয়রের পক্ষে নগরীর মুরাদপুর, বদ্দারহাট অক্সিজেন, প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা সেহরির খাবারের প্যাকেট বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী।

মেয়রের পক্ষে সেহরি খাবার বিতরণকালে বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী বলেন, একদিকে সিয়াম সাধনার মাস রমজান, অন্যদিকে করোনায় লকডাউন। আয় রোজগারের পথ বন্ধ থাকায় খেটেখাওয়া ও সাধারণ মানুষ রয়েছে চরম সংকটে তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র
নগর পিতার পক্ষ থেকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি সেহরি খাবার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।