নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের নায়ারহাট নেভি হল রোডে বৃষ্টি না হলেও জোয়ারের পানিতে পুরো এলাকা প্লাবিত হয়েছে।

২৫ মে মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে ডুবে গেছে গুরুত্বপূর্ণ সড়কটি। সড়কটিতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টসকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ চলাচলের রাস্তা হলেও নিয়মিত খাল খনন, পানি নিস্কাশনের কোন ব্যবস্থা ও স্লুইস গেইট না থাকায় প্রতি বছর এমন দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে নয়ারহাট এলাকার প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে। ময়লা আবর্জনাযুক্ত হাটু পরিমাণ জোয়ারের পানি বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে সয়লাব ।

জোয়ারের পানির কারণে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বিশুদ্ধ পানির অভাবে নানান পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।

নদী ও খালের পানি ধারণক্ষমতা কমে গেছে ভরাট হওয়ায়। কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং ও স্লুইস গেইট স্থাপনের দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সমাজ সেবক মোঃ আলাউদ্দিন ফারুক জানান, প্রতিবছর জোয়ারের পানিতে তলিয়ে যায় নেভি হল রোড। এভাবে জোয়ারের পানিতে বাড়তে থাকলে রাতে আমারা কি করবো তা ভাবছি। জলাবদ্ধতা নিরসনে নগর পিতা সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় ৩৯ নং ওয়ার্ড কাউন্সিল জিয়াউল হক সুমনের হস্তক্ষেপ কামনা করছি।

খোঁজ নিয়ে জানাযায় আগ্রাবাদ, ইপিজেড, বন্দর থানা ও পতেঙ্গা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ নির্মাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।