বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, “রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন, বাঙালির উৎসবে মেতে উঠার দিন। দেশের টাকায় পদ্মা সেতু, যুদ্ধাপরাধীদের বিচার, আরেক বাংলাদেশের সমান সমূদ্র সীমা জয়, ছিট মহল সমস্যার সমাধান, পার্বত্য শান্তি চুক্ত্ মেট্রো রেল, কর্ণফুলীর তলদেশে টানেল সহ অসংখ্য মাইলস্টোন সৃষ্টিকারী কর্মের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিয়ত বিশ্বের দরবারে নতুন নতুন উচ্চতায় স্থাপন করে চলেছেন। দেশের প্রান্তিক নারীর ক্ষমতায়নে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন সন্তানের পরিচয়ে মায়ের নাম অন্তর্ভূক্তির মাধ্যমে। তাই রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন প্রতিটি বাংগালির উৎসবের আনন্দে মেতে উঠার দিন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এস.এম.তৈয়ব এর সভাপতিত্বে সকাল এগারোটায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে নগরীর ব্যারিষ্টার সুলতান আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজে ছাত্রী মিলনায়তনে ২৮ সেপ্টেম্বর বিনামূল্যে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডোর গেমস উপকরণ প্রদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহম্মদ খোকন, উপাধ্যক্ষ অধ্যাপক এহতেশামুল হক, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুর রহমান, অধ্যাপক পারভীন আক্তার, আইটি বিশেষজ্ঞ সবুজ দাশ, একাডেমিক কাউন্সিল সদস্য অধ্যাপক আতিক উল্লাহ চৌধুরী, প্রভাষক সুরাইয়া আক্তার, প্রভাষক সোহানা বিনতে ওয়াহাব, ছাত্র সংসদ এর ভিপি জাহিদ হোসেন খোকন, জিএস জিয়াউদ্দিন জিয়া, ‘কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো: আরমান, ফারুক হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক তানভীর নেওয়াজ কাজল, ছাত্র নেতা, সারূপ, মহিম ইসলাম রায়হান,মোস্তাইন শারুফ, নুসরাত জাহান শাওন, অপু সরকার ,রাকেশ,রাকিবুল ইসলাম রাহি ,রিজভী প্রমুখ।