বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসুচীর শেষ দিনে চট্টগ্রাম নগরীর বন্দর পোর্ট কলোনি নতুন মার্কেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ কর্তৃক সম্পাদিত, “বিপ্লব ও মানবিকতা” শীর্ষক বই নেতা কর্মীদের মাঝে বিতরণ, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও গণ-ভোজের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগনেতা দেবাশীষ পাল দেবু।

চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবু নাসের জুয়েল এবং মাহামুদুর রহমান বাপ্পির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১আসনের সাংসদ আলহাজ্ব এম এ লতিফ।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, স ম এয়াকুব,মোকারম হোসেন,ফরিদুর রেজা সাগর,সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, হুমায়ুন কবির মুকুট,জামিল আহমেদ মিলন, আক্তারুজ্জামান ময়নয়,সাইফুর রহমান সোহেল, এফ এ চৌধুরী বাদল, মাহাবুবুল আকম চৌধুরী, মিন্টু, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, মোঃ ইসমাইল, সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লাহ,সালাউদ্দিন, সোহেল রানা, এমরান হোসাইন , সরওয়ার হোসন,মারুফুল ইসলাম মারুফ,যুবায়ের হোসেন অভি, ইয়াছিন আরাফাত, সাজিবুল ইসলাম সজীব, মুনিরুল হক,সাদ্দাম হোসেন জয়,কামাল উদ্দিন স্বপন, রমজান আলী, তানবীর হাসান, কামরুদ্দিন হাসান, হানিফ, রোকন উদ্দিন, মোমিনুল হক মাসুম, আনিসুর রহমান শরীফ,মাসুম,আরমান, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাস, জালাল উদ্দীন, কৌশিক রায়, রবিউল ইসলাম রিফাত, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, ইফতেখার উদ্দিন ইফতি, নুরুল ইসলাম রিয়াদ,আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও, নুরুল হুদা,রেহমান বাপ্পি, ইসরাফিল, ফিরোজ আলম, ফিরেজ মৃধা, সুমন ভুইঁয়া, মাঈনুদ্দীন জয়,রাজু সাহা,শাহাবুদ্দিন শাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এম এ লতিফ বলেন, ঘৃণ্য খুনিচক্র ও চক্রান্তকারী গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। কিন্তু চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনো ক্ষান্ত হয়নি। পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিতে আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেওয়া যায় না। ইতিহাসের পাদদেশে দাঁড়িয়ে জাতির পিতা, বাঙালির মহত্তম ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদকে বিনম্র চিত্তে ও শ্রদ্ধায় স্মরণ করছি এবং বঙ্গবন্ধু তনয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সব চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার শপথ গ্রহণ করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।